“অনলাইনে
আয়” কথাটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত বিশেষ করে আমরা যারা ইন্টারনেট
ব্যবহার ব্যবহার করে থাকি। অনলাইনে ইনকাম করার জন্য আজকাল সবাই উঠে পড়ে
লেগেছে এবং বিভিন্ন জন বিভিন্ন সাইটে কাজ করছে, কিন্তু দু:খজনক হলেও সত্য
যে- সবাই সব রকম সাইট থেকে পেমেন্ট পাচ্ছে না। তাই আজ আমি এমন কিছু সাইটের
সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যেখানে কাজ করে আপনি হিউজ …পরিমান টাকা ইনকাম
করতে পারবেন এবং পেমেন্ট থেকে ও বঞ্চিত হবেন না। P.T.C (Paid To Click) হল
নতুন লোকের জন্য আয় করার সহজ উপায়। তবে এ পদ্বতিতে আপনাকে আয় করতে অনেক
ধৈয্যের প্রয়োজন। এ পদ্বতিতে আপনাকে একটা নিদিষ্ট সাইটে রেজিস্ট্রিশন করার
পর আপনাকে প্রতিদিন লগইন করে এদের দেওয়া নিদিষ্ট কিছু লিংকে বা এডে ক্লিক
করে নিদিষ্ট সময় অপেক্ষা করতে হবে। এ পদ্বতিতে আপনি সাইটের উপর নির্ভর করে
প্রতিটি এডে ক্লিক করার জন্য আপনাকে ০.০১ ডলার হতে ০.০৪ ডলার পর্যন্ত দিয়ে
থাকে। সাধারনত আপনার একা্উন্টে ১-৫ ডলার হলে আপনি বিভিন্ন পদ্বতিতে অর্থ
উত্তোলন করতে পারেন। এ পদ্বতিতে একটি সাইটের সবগুলি এড ক্লিক করলে ২-৫
মিনিট সময় লাগবে। তবে দিন দিন P.T.C(Paid To Click) সারা পৃথিবীতে জনপ্রিয়
হয়ে উঠায় অনেক ফ্রড সাইট তৈরি হয়েছে। তাই বুজে শুনে বিভিন্ন P.T.C(Paid To
Click) সাইটে রেজিস্ট্রিশন করা উচিৎ। কথা বাড়িয়ে লাভ নেই, এই সাইটে কিভাবে
জয়েন করবেন এবং কি-রকম কাজ করে কিভাবে ইনকাম করবেন সে সম্পর্কে আলোচনা করা
যাক.আমি যে সাইটগুলোয় কাজ করি তারমধ্যে অন্যতম হোলো। NeoBux
দয়া করে ভিডিও টা পুরটা দেখে একাউন্ট খুলুন । ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
অ্যাকাউন্ট খুলতে হলে এখানে click করুন
Most Trusted in Alexa Site See This Link
ধাপ-২:ওয়েবসাইটটি খুললে তার উপরে ডান দিকের Register লিখাটিতে ক্লিক করুন।
ধাপ-৩: এবার যে ফরমটি আসবে তা যথাযথ ভাবে পূরণ করে
লেখাটির বাম পাশে টিক দিয়ে Continue লিখাটিতে ক্লিক করুন
ধাপ-৪: এখন আপনি আপনার ইমেল অ্যাকাউন্টে গিয়ে ইমেলটি ভেরিফাই Link ক্লিক করুন
@ একটা নতুন ট্যাব ওপেন হবে।
সফলতার সাথে একটি একাউন্ট করেত সমর্থ হয়েছেন।
neobux -তে কাজ করার পদ্ধতিঃ
ধাপ-১: neobux প্রবেশ করে login এ ক্লিক করুন
ধাপ-২:প্রথমে এর ওয়েবসাইটে গিয়ে আপনার ইউজার আই.ডি (User ID) ও পাসওয়ার্ড (Password) টাইপ করে Login ক্লিক করুন
ধাপ-৩:লগিন হওয়ার পর অ্যাড দেখতে হোলে View Ads ক্লিক করুন।
ধাপ-৪:এরপর আপনি এ্যডগুলো দেখতে পাবেন। Fixed Advertisements, Micro Exposure, Fixed Advertisements এর যেকোন একটা তে ক্লিক করুন। একটা নতুন ট্যাব ওপেন হবে।
এবার কিছুখন অপেক্ষা করলে দেখবেন
Waiting for the advertisement to load..
এবার নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করুন।
মানে আপনার অ্যাকাউন্টে $ জমা হোয়েছে
Page টির উপরের দিকে যতক্ষন Your click has been Validated লিখাটি না আসবে ততক্ষন পর্যন্ত আপনাকে ঐ Page এ থাকতে হবে।
এর জন্য আপনাকে ৩০ সেকেন্ড অপেক্ষা করতে হতে পারে।
Your click has been Validated হয়ে গেলে আগের পেজে চলে যান এবং হুবহু একঐ পদ্বতিতে বাকি যে Advertisement গুলো আছে সেগুলো দেখুন। এভাবে ২৪ ঘন্টা পরপর প্রতিটি বিজ্ঞাপন একবার করে ক্লিক করতে পারবেন।প্রতিটি বিজ্ঞাপনে ক্লিক করার জন্য আপনি ১ সেন্ট হতে ৪ সেন্ট পেতে পারেন হয়তো অনেকে ভাবছেন চারটি এ্যাড দেখে মাত্র চার সেন্ট! আসল কথা হচ্ছে পিটিসি সাইটগুলোতে অধিক পরিমানে উপার্জন নির্ভর করে আপনার রেফারেল এর উপর।
কিভাবে আরো বেশী টাকা উপার্জন করা যাবে:
১. প্রাথমিক অবস্থায় আপনাকে ৩০ দিন এবং ১০০টি ক্লিক করার পর আপনি আপনার direct referral বানাতে পারবেন।
২. direct referral ছাড়া আপনি referral ভাড়া নিতে পারবেন। $0.60 এর বিনিময়ে তিনটি রেফারেল ১ মাসের জন্য। এরা প্রতিদিন যা ক্লিক করবে তার একটি নির্দিষ্ট অংশ আপনার একাউন্টে জমা হবে। $1.20 এর বিনিময়ে পাচটি। এভাবে আরো কেনার সুবিধা আছে। সরবচ্চ $25 এর বিনিময়ে একশটি। একবার referral কেনার পর ৭ দিন পর আপনি আবার referral কিনতে পারবেন। referral কেনার টাকা আপনার main balance থেকে পরিশোধ করতে পারবেন।
৩. referral থেকে কতটুকু আপনার একাউন্টে জমা হবে:
প্রতিটি referral থেকে $.005 করে আপনি পাবেন। অর্থাৎ আপনার যদি 3টি referral থাকে তাহলে দৈনিক referral থেকে আপনি পাবেন = $.005 * 4 টি ক্লিক * 3 referral জন =$0.06 প্রতি দিন। আপনাকে খুব বেশী কষ্ট করতে হবে না। প্রতিদিন শুধু ৪টি করে ad visit করতে হবে। এতে সময় খুব বেশী হলেও দশ মিনিট। একটু ধৈর্য ধরে এভাবে ক্লিক যদি করতে পারেন, এক সমসয় আপনার Earning বৃদ্ধি পাবে। এই পদ্ধতী আপনাকে রাতারাতি সম্পদশালী বানিয়ে দিবে না। কিন্তু প্রতিদিন একটু একটু করে কিছু অর্থ যদি উপার্জন করতে পারেন তাহলে সেটা মন্দ কি !
Rented রেফারেল কি ?
Rented রেফারেল হলো আপনার আমার মত ইউজার যাদেরকে PTC site গুলো টাকার বিনিময়ে ১ মাস ভাড়া দেয়, কিন্তু যাদেরকে ভাড়া করা হচ্ছে তাদের কেউ বেপারটা জানতে পারছেনা, এখন তাদের ক্লিক করার উপরে আপনার টাকা পাওয়া নির্ভর করছে।
ধরুন, আপনি 0.60 সেন্ট দিয়ে ৩টি rented রেফারেল ভাড়া করলেন ১ মাসের জন্য, ধরুন এর মধ্যে আমিও আছি (কিন্তু আমি সেটা জানিনা/আপনিও সেটা জানেননা কারণ আমার নাম hide করা) এখন আমি যদি প্রতিদিন ৪টা ad ক্লিক করি একমাস তাহলে আপনি পাবেন – (.005 x 4)= দিনে 0.02 সেন্ট x 30 =মাসে 0.60 ডলার।
আমার কথাতো গেলো, এখন বাকি দুইজন যদি same ভাবে একমাস ক্লিক করে তবে আপনি ৩ জন থেকে মাস শেষে পাবেন 0.6 x 3= 1.8 ডলার।
উপকারিতাঃ
অর্থাৎ আপনি মাত্র 0.60 সেন্ট খরচ করে মাসে ১.৮ ডলার আর্ন করতে পারছেন।
অপকারিতাঃ
এবার ভাবুন যদি উল্টো ব্যাপার ঘটে! অর্থাৎ এতক্ষণ আমরা দেখলাম যে rented রেফারেলগুলা ক্লিক করলে কি হয়, এখন যদি তারা নিয়মিত ক্লিক না করে তখন কি হবে দেখা যাক।
Refferal Recycle:
ধরুন,আপনি ৩টা রেফারেল ভাড়া করলেন, ২ টা ঠিক মতো ক্লিক করলো কিন্তু একজন (ধরুন আমি, suppose পরীক্ষার কারণে/অন্য কোনো কারণে একমাস/এক সপ্তাহ ক্লিক করলামনা, এখন আপনাকে ওই একটা/যতটা রেফারেল মিনিমাম ৫ দিন বা উর্ধে ৬ দিন যদি ক্লিক না করে তবে আপনাকে রেফারেলটাকে recycle করতে হবে এতে খরচ পড়বে প্রতিটা ০.০৭ সেন্ট।
তাই রেফারেলের নিয়মিত ক্লিক পাওয়া আপনার ভাগ্যের ব্যাপার। আপনার ভাগ্য ভালো থাকলে আপনি গোল্ডেন রেফারেলও পেতে পারেন যেমন আমি একটা পেয়েছি, গোল্ডেন রেফারেল দিনে ১১টা ক্লিক=(মাস শেষে একটা থেকেই $৩.৩ ডলার) করবে। তবে আশার ব্যাপার হলো, রেফারেল যদি কম ক্লিকও করে তবুও আপনার মূলধন 0.60 সেন্ট উঠে আসবে।
Rented Refferal এর সময় বাড়ানো-
Rented Refferal এর সময় সাধারণত ২৯ দিনের দিন বাড়ানো উচিত , অর্থাৎ ৩০ দিন পূর্ণ হওয়ার আগেরদিন। Rented Refferal এর সময় ১৫ দিন /এক মাস / ২ মাস বাড়ানো যায়, তবে আমি বাড়াতে বলব ১৫ দিনের জন্য এতে খরচ পড়বে ০.১৩ সেন্ট এবং কেবল সেইগুলির জন্য যাদের গড় মাস শেষে 1.7 ক্লিক এর উপরে। (এটি Neobux এর ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ, মাস শেষে ১.৭ গড় পর্যবেক্ষণ)।