Popular Content

বুধবার, ২৭ মে, ২০১৫

জেনে নিন - অনলাইনে আয়ের সহজ উপায় কি কি?: Easy way to earn money from online

ইন্টারনেট থেকে টাকা আয় নিয়ে বাংলাদেশে অনেক গুঞ্জন শোনা যায়, পোস্ট দেখা যায়। সত্যি ইন্টারনেট থেকে টাকা আয় করা যায়? হ্যাঁ যায়, তবে স্বপ্নের মতো আয় করা যায় না, শ্রম করে আয় করতে হয়। এর জন্য নিজেকে প্রস্তুত করা একান্ত প্রয়োজন।
বাংলাদেশে প্রচলিত নতুনদের অনলাইনে আয়ের সবচেয়ে সহজ উপায় হলো পিটিসি। এ পদ্ধতিতে বিভিন্ন পিটিসি সাইটে ফ্রি রেজিস্ট্রেশন করে, প্রতিদিন লগ ইন করে কিছু লিংকে ক্লিক করে নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয় এবং এ থেকে আয় হয় কিন্তু ব্যাল্যান্স উত্তোলন করতে গেলেই বিপাকে পড়েন কারন অধিকাংশ পিটিসি সাইট পেমেন্ট দেয়না আর যারা পে করে তাদের আয় দিয়ে আপনি ইন্টারনেটের বিল উত্তোলন করতে পারবেন না।
তাই পিটিসিকে বাদ দিয়ে আমরা দেখবো কিভাবে সহজ উপায়ে অনলাইনে টাকা আয় করা যায়ঃ-
যারা ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়তে আগ্রহী, চোখ রাখুন আমার বিভাগ ভিত্তিক তৈরি প্রতিটি পোস্টে যা আপনাকে সহায়তা করবে আপনার ভবিস্যৎ ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়তে ।
গত সংখ্যায় আমরা ফ্রি ব্লগিং নিয়ে বেশ কিছু আলোচনা করেছিলাম। এবং কিভাবে খুব সহজেই আপনি নিজের জন্য একটি ব্লগসাইট তৈরী করতে পারেন তা দেখেছিলাম। ওই ব্লগে আপনি পন্যের প্রচারনা করে আয় করতে পারেন । তবে একটি বিষয় গুরুত্বপূর্ণ ব্লগ সাইট নিয়মিত আপডেট করতে হয়।  আপনার ব্লগ সাইটে সবসময় নতুন নতুন এবং প্রয়োজনীয় তথ্য দিতে হবে। আপনি যদি নিয়মিত আপনার ব্লগে লেখালেখি করতে না পারেন তখন অন্য লোককে দিয়ে তা করাতে পারেন।
আপনি বিভিন্ন নিবন্ধ লিখতে পারেন আর আপনার আর্টিকেল বা নিবন্ধ যতো বেশি পাঠক পড়বে, আপনি ততো বেশি টাকা আয় করতে পারবেন।
এডসেন্সের মাধ্যমে আয় রোজগার করতে পারেন কিন্তু, এখানে ইনকাম করার পূর্বে আপনাকে একটা তথ্যসমৃদ্ধ ওয়েবসাইট তৈরী করে নিতে হবে। অন্যথায় এই সেক্টরে আপনি অবহেলিত হবেন।
বাংলাদেশে ঘরে বসে ফ্রিলেন্সিং করে আয় রোজগারের একটা চমৎকার সুযোগ রয়েছে। আপনি যদি ওয়েব ডিজাইন, ডাটা এন্ট্রি, এডিটিং, গ্রাফিক্স ডিজাইন অথবা অন্যান্য কাজে ভালো দক্ষতা থাকে তাহলে, আপনি অনলাইনে এসব কাজ করে আয় রোজগার করতে পারেন। আপনি চাইলে ফ্রিলেন্সিং ভিত্তিক একটা ক্যারিয়ারই গড়ে তুলতে পারেন। ফ্রিলেন্সিং কাজের ভালো জায়গার জন্য এই পাতাটি দেখতে পারেন ।
অনলাইন থেকে সহজে আয় করার জন্য অনেকগুলো উপায় রয়েছে আমি ইতিপূর্বে এ বিষয়ে বেশ কিছু নিবন্ধ প্রকাশ করেছি আপনি চাইলে নিম্নের নিবন্ধগুলো ভালভাবে পরে দেখতে পারেনঃ-
আপনি যদি ব্লগ আয় করতে চান তবে এই নিবন্ধে ব্লগ থেকে আয় সংক্রান্ত বেশ কিছু তথ্য রয়েছে দেখতে নিম্নের লিংকটিতে ক্লিক করুনঃ-
  • ব্লগ থেকে আয়ের কথা ভাবছেন ? অনলাইনে আয় করুন
  •  নিবন্ধ লিখে আয়
আপনি চাইলে এমাজন এ কিছু বিক্রি করে অর্থ উপার্জন করতে পারেন । এমাজন হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইকমার্স সাইট । এমাজন থেকে আয় করতে চাইলে নিম্নের লিংকটি দেখুনঃ-
  • কিভাবে আপনি আমাজনে ইবুক বিক্রয় করে আয় করবেন ?
অনলাইনের বিভিন্ন বিজ্ঞাপন সংস্থার বিজ্ঞাপন ব্যাবহার করে আপনি নিজের ব্লগ বা ওয়েবসাইট থেকে সহজেই অর্থ উপার্জন করতে পারেন । এসংক্রান্ত বেশ কিছু নিবন্ধ দেখতে নিম্নের লিংকগুলো দেখুনঃ-
  • গুগল এডসেন্স এর বিকল্প সমুহ
  • মিডিয়া ডট নেট কি ? মিডিয়া ডট নেট রিভিউ
  • ইনফোলিংকস কি? ইনফোলিংকস থেকে আয়

1 মন্তব্য(গুলি):

  1. শুভেচ্ছা জানাচ্ছি,

    আমি ইন্সটাফরেক্স কোম্পানির পার্টনার ম্যানেজার।

    আমরা আপনাকে প্রস্তাব জানাতে চাই ইন্সটাফরেক্স পার্টনার প্রোগ্রামে যেখানে আপনি ১.৫ পিপস (১৫ ডলার স্ট্যান্ডার্ড মার্কেট লট থেকে) পাবেন আপনার প্রতিটা গ্রাহক থেকে। গ্রাহকদের থেকে প্রাপ্ত কমিশন আপনার অ্যাকাউন্ট এ জমা হয়ে যাবে যেটা আপনি সহজেই উত্তোলন করতে পাড়বেন। এর জন্য আপনাকে কোন ইনভেস্ট বা ট্রেড করতে হবে না ।

    এখনি আমাদের পার্টনার হয়ে যান এবং পেয়ে যান সকল তথ্য সরঞ্জাম আপনার ওয়েবসাইট এর জন্য অ্যাফিলিয়েট লিংক সহ। আপনি যদি আগ্রহী হন অথবা যদি কোন প্রশ্ন থাকে নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করুন, আমরা কৃতার্থ হব আমাদের পরস্পরের লাভ সম্পর্কে আলোচনা করতে । আমাদের এই প্রস্তাব সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন।

    ধন্যবাদ। অপেক্ষা করছি আপনার আগ্রহ সম্পর্কে জানতে।

    উত্তরমুছুন

 

Copyright © Earning Credit :: Easy Way to Make Money From Online, SEO Powered by Blogger